রায়গঞ্জ/সলঙ্গা

সলঙ্গায় ধর্ষক গ্রেফতার

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সলঙ্গা থানা পুলিশ বুধবার শাহীন আলম (২৬) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে। তাকে টাঙ্গাইল জেলার মিজার্পুর উপজেলার গোড়াই গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সিরাজগঞ্জের কামারখন্দের শ্যামপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে শাহীন পেশায় একজন বাস চালক। সলঙ্গা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গ্রেফতার শাহীন আলমের বিরুদ্ধে নিজ ভায়রার মেয়েকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এক সপ্তাহ আগে এই ধর্ষনের ঘটনা ঘটে। এ ব্যাপারে সলঙ্গা থানায় ধর্ষিতার বাবা বাদি হয়ে মামলা (নং-১৫(১)/২০) করেছেন ।