চৌহালী উপজেলার সাতটি ইউনিয়নের ১৪টি মৎস্য সি আই জি সমিতিতে জাল বিতরণ
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
জাতীয় কৃষি প্রযুক্তি (এনএটিপি-২) এর আওতায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সাতটি ইউনিয়নের ১৪ টি মৎস্য সি আই জি সমিতিতে জাল বিতরণ করা হয়েছে। রবিবার (১২জানুয়ারি) সকালে চৌহালী ডিগ্রী কলেজে উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাল বিতরণ করেন , সিরাজগঞ্জ -৫ আসনের এমপি, আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিসহ সি আই জি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।