সিরাজগঞ্জে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আনন্দ র্যালি।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠান উদযাপনে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য রালী উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন, নবাগত পুলিশ সুপার হাসিবুল আলম। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর আলোকপাত করে মূল প্রবন্ধ পাঠ করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি.এম সোহেল।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার এবং অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ বিমল কুমার দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, গাজী আলী আহমেদ টুংকু প্রমুখ। এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবি মানুষেরা অংশগ্রহণ করেন।