কামারখন্দে মরহুম হাবিবুর রহমান মুকুল চেয়াম্যান ফাউন্ডেশনের উদোগে দিনব্যাপী বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার মরহুম হাবিবুর রহমান মুকুল চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শনিবার (২৮ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানের সকাল ১০টায় কামারখন্দ উপজেলার জামতৈল টেংরাইল আর্দশ দাখিল মাদ্রাসার মাঠে উক্ত চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন, প্রধান অতিথি হিসেবে ছিলেন, সিরাজগঞ্জ সদর – কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। এতে সভাপতিত্ব করেন, আব্দুল বারী আকন্দ। বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জপৌর আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ আসাদ উদ্দিন পবলু,সদর উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সৈয়দ বেল্লাল হোসেন , কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম, শহিদুল্লাহ সবুজ, জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, আব্দুল হালিম মন্ডল। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক গবীর -দুঃস্হ মানুষেরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন।