শাহজাদপুরে কলেজ ছাত্র খুন
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে চরবাতিয়া গ্রামের এক কলেজ ছাত্র খুন হয়েছে। ঘটনার বিবরনে জানা যায়, শাহজাদপুরের চরবাতিয়া গ্রামের আজাদের ছেলে সাতবাড়িয়া ডিগ্রি কলেজের ছাত্র আশরাফুল (২০) শুক্রবার সন্ধ্যার পরে মোবাইল কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে রাত্রে আর বাড়ি ফেরেনি। পরদিন শনিবার সকালে বাড়ীর নিকটবর্তী জয়রামপুর গ্রামের মাঠে তার লাশ পাওয়া যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। রিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানায় নেয়ার প্রস্তুতি চলছিল।