বেঙ্গল সিমেন্ট লিমিটেডের সৌজন্যে রংপুরে শিল্পীরাজ সম্মেলন অনুষ্ঠিত
শুভ কুমার ঘোষঃ
বেঙ্গল সিমেন্ট লিমিটেডের সৌজন্যে রংপুরের পর্যটন মোটেলে নির্মাণ শিল্পীদের নিয়ে শিল্পীরাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ননভেম্বর) ১০০ জন নির্মাণ শিল্পীদের নিয়ে বেঙ্গল সিমেন্ট লিমিটেডের কর্মকর্তাদের অংশগ্রহণে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। শিল্পীরাজ সম্মেলন অনুষ্ঠানে নির্মাণ শিল্পীদের নানান ধরনের প্রশিক্ষণের পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা হয়। রংপুর রিজিওন এর রিজিওনাল সেলস ম্যানেজার ফারুক আহমেদ শাহ এর সভাপতিত্বে মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেঙ্গল সিমেন্ট লিমিটেডের ডি.জি.এম (ব্রান্ড) সিদ্দিকুর রহমান। সিল্পীরাজ সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে নানান ধরনের দিক নির্দেশনা, সিমেন্টের গুনগত মান ও সঠিক ব্যাবহার সহ নানান বিষয়ে গঠন মূলক বক্তব্য রাখেন বেঙ্গল সিমেন্ট লিমিটেডের উত্তরবঙ্গের পথ প্রদর্শক এ.জি.এম কাজী মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বেঙ্গল সিমেন্ট লিমিটেডের পক্ষ থেকে প্রীতিভোজের পাশাপাশি প্রত্যেক নির্মাণ শিল্পীদের মাঝে প্রয়োজনীয় নানান ধরনের উপহার সামগ্রী বিতরণ করার পাশাপাশি কুইজ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিজয়ীদের মধ্যে নানান ধরনের পুরস্কার বিতরণ করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার আব্দুল গণি, প্রকৌশলী রাকিব হাসান সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ।