এনায়েতপুর থানা আ’লীগ কার্যালয়ে রহস্যজনক অগ্নিকান্ড : আসবাব ও নথিপত্র পুড়ে ছাঁই
আবির হোসাইন শাহিন ,নিজস্ব প্রতিবেদক :
রহস্যজনক অগ্নিকান্ডে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামীলীগ কার্যালয়ের আংশিক ভস্মিভুত হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার আসবাবপত্র, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সহ মুল্যবান নথিপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। খবর শুনে স্থানীয় সাংসদ আবদুল মমিন মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, এনায়েতপুর থানা পুলিশ কমপ্লেক্সের অদুরে থানা আওয়ামীলীগ কার্যালয় থেকে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ধোয়া বের হতে দেখে পার্শের সেলুনের কর্মচারীরা হইচই শুরু করে। এসময় আশপাশের লোকজন ও দলীয় নেতাকর্মীরা পার্টি অফিসের সম্মুখের প্রধান দরজা তালা বদ্ধ দেখতে পায়। কার্যালয়ের পিছনের দরজা খোলা দেখতে পেয়ে ভিতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করে।
অপর দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে বেলকুচি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এবিষয়ে বেলকুচি ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা আল-আমিন হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিস্তারিত তদন্ত ছাড়া অগ্নিকান্ড সম্পর্কে কিছু বলা যাবে না। এনায়েতপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, অগ্নিকান্ডের আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আজগর আলী বিএসসি জানান, অগ্নিকান্ডে জাতির জনক বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ প্রয়োজনীয় নথিপত্র আগুনে ভস্মিভুত হয়েছে। এছাড়া টেবিল, চেয়ার, আলমিরা সহ প্রায় ৩ লাখ টাকা মুল্যের জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অগ্নিকান্ড পরিকল্পিত কি না আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে তা বেড়িয়ে আসবে। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি অগ্নিকান্ডের প্রকৃত ঘটনা খতিয়ে দেখতে আইনশৃৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।