সিরাজগঞ্জ

হারিয়ে যাচ্ছে সিরাজগঞ্জের আঞ্চিল ভাষা

সিরাজগঞ্জ জেলার একেবারেই কিছু নিজস্ব ভাষা রয়েছে। যেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে
যেমন..
আংগোরে= আমাদের
গাবার দিয়া=পাশ দিয়া
এডো কেডরে = এ কে
পাগার=পুকুর,
ডুপ=গোসল
তোংগোরে = তোমাদের
ইতুকুডু = অল্প কয়েকটা
ওম্মিক যাইস ন্যা = ওই দিকে যাস না,
গ্যাতাইছি=যাচ্ছি
খেতা=কাঁথা
কেদো=কাঁদা
ছাওয়াল=ছেলে
উটকানো=খোঁজা
এ গ্যাদা ভেইট্যা বয় =সরে বসা
ওহোনে না ম্যালা জাগা=ওখানে
তো অনেক
জায়গা
উরুম=মুরি .
তপোন=লুংঙ্গী
উটকান =খোঁজ
এবি =এমনি
কেবা দেহা =কেমন দেখা
বুইজা হারি নাই=বুঝতে পারিনি
ছেরি=মেয়ে
গেদি=মেয়ে
গ্যাতাছি=যাচ্ছি
আইস্যাল=চুলা
এইব্যা = এদিকে
কোনে= কোথায়
ট্যাহা= টাকা
কাম হোরমু= কাজ করব
এহেনে= এখানে
চরা= মাঠ
এল্লা = একটু
ছালুন=তরকারী… ইত্যদি