সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শার্প ও রুম টু রিডে’র আয়োজনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ :

“মেয়েশিশুদের শক্তি মুক্ত,অদম্য, দূর করবে জেন্ডার বৈষম্য”-এই শ্লোগানকে সামনে  রেখে   রুম টু রিড বাংলাদেশের সহযোগিতায় শার্প  “মেয়েশিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রম “-এর আওতায়  প্রতিবছরের  মতো এবারে ও এইচ.এস.সি পাশকৃত মেয়ে শিশুদের নিয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপনে   উদ্বোধন, আলোচনাসভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।  বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ শহরের শহীদ এম.মনসুর আলী অডিটোরিয়ামে ওই  অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ  তোফাজ্জল হোসেন। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শার্পের পরিচালক  মোঃ শওকত আলী।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ,  রুম টু রিড বাংলাদেশ এর  সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার  রোকসানা সুলতানা, শার্পের সহ-সভাপতি বিশিষ্ট   সাংবাদিক, সংগঠক হেলাল আহমেদ ।   অনুভুতি বক্তব্য রাখেন, এইচ.এস.সি পাশকৃত মেয়ে শিশুদের মধ্যে  বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজে’র  শিক্ষার্থী সিরাজগঞ্জ রায়গঞ্জের মেয়ে নাফিসা তাবাসুম মিথিলা।   এইচ.এস.সি পাশকৃত  বেলকুচি ও রায়গঞ্জ উপজেলার  পাঁচ শত পঞ্চাশ জন মেয়ে শিশুদেরকে  পুরস্কার প্রদান করা হয়েছে  ।

অনুষ্ঠান সঞ্চালনায় শার্পের প্রজেক্ট কো-অডিনেটর মোছাঃ জাহিদা খাতুন বিউটি। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, কন্যাশিশুদের  বাল্যবিবাহ’র হাত থেকে রক্ষা করছেন এবং মেয়েশিশুদের  স্বাস্হ্যগত বিষয়ে পরামর্শ দিচ্ছেন, সুন্দরভাবে জীবন গড়তে সুযোগদান সহ কন্যাশিশুদের পাশে রয়ে কাজ করছেন শার্প ও রুম টু রিড বাংলাদেশ।