সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিশ্বখাদ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আজিজুর রহমান মুুুন্না, সিরাজগঞ্জ ঃ

“ক্ষুধামুক্ত বাংলাদেশ  বিনির্মাণের জন্য পর্যাপ্ত পুুুষ্টি ও খাদ্য চাই -এ শ্লোগান সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও খাদ্য অধিকার,বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা কমিটি’র  বিশ্ব খাদ্য দিবস-২০১৯ পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার  (১৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর এলাকায় এক বর্ণাঢ্য র‌্যালী প্রদক্ষিন করা হয়েছে । পরে জেলাপ্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়েছে। 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলাপ্রশাসক মোঃ  ফিরোজ মাহমুদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শাহেদ আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুস্তম আলী, এনজিও কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় সরকারী বিভিন্ন  অধিদপ্তরের কর্মকর্তা সহ অন্যান্য বিভিন্ন পেশাজীবিদের  অনেকেই উপস্হিত ছিলেন।