সিরাজগঞ্জ

যমুনানদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার সময় নৌকা ডুবে নিখোঁজ সাইদুরের মরদেহ উদ্ধার !

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের যমুনা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার সময় নৌকা ডুবে নিখোঁজ বৃদ্ধ সাইদুর রহমান প্রামাণিকের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১২ অক্টোবর) দুপুরে যমুনা নদীর শহর রক্ষা বাঁধের মতি সাহেবের ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাইদুর উল্লাপাড়া উপজেলার মানিক দিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি একটি বাইচের নৌকার মাঝি ছিলেন। 

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম আহমেদ  জানান, বৃহস্পতিবার (১০ অক্টোবর) শহর রক্ষা বাঁধ এলাকায় নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে বাইচের একটি নৌকাকে ধাক্কা দেয় দর্শনার্থীদের নৌকা। এতে সাইদুর প্রামাণিক নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন। গত বৃহস্পতিবার  রাতে ও পরদিন শুক্রবারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরের মতি সাহেবের ঘাট এলাকায় যমুনা নদীতে বৃদ্ধ সাইদুর রহমানের ভাসমান মরদেহ ন স্থানীয়রাদেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে । 

 ওই দিন নৌকাবাইচ চলাকালে দর্শনার্থী বোঝাই আরও একটি নৌকা ডুবে হানিফ নামে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন। হানিফ বরিশাল জেলার বিমানবন্দর থানার তিলক গ্রামের মোজাম্মেল হাওলাদারের ছেলে। তাঁর সন্ধান এখন ও মেলেনি।