দুর্গাপূজা উপলক্ষে সলঙ্গায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
আবির হোসাইন শাহিন ,নিজস্ব প্রতিবেদক :
হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা সদর ভুষাল হাটা সার্বজনীন দুর্গা মন্দিরের আয়োজনে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সলঙ্গার কৃতি সন্তান ও ভুষাল হাটা দুর্গা মন্দির কমিটির সাধারন সম্পাদক ডা: প্রনব কুমার সাহা’র পরিচালনায় শনিবার বেলা ১১টায় ফ্রি চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্ভোধন করেন, রায়গন্জ,তাড়াশ- সলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ড’র সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এমপি পত্নী অধ্যাপক ডা: হাফিজা সুলতানা, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারন সম্পাদক আতাউর রহমান লাবু,সাবেক সভাপতি ও ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, সলঙ্গা থানা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী ফণি ভুষণ পোদ্দার, সাধারন সম্পাদক শ্রী ভবেশ চন্দ্র তালুকদার,থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি আচমা খাতুন,থানা যুব লীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ, মন্দির কমিটি ও ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের স্বেচ্ছা সেবক বৃন্দ সহ শত শত ভক্তবৃন্দ।
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, বিভিন্ন স্বনাম ধন্য হাসপাতালের অর্থপেডিক, মেডিসিন,গাইনী,শিশু বিশেষজ্ঞ,চর্ম বিশেষজ্ঞ সহ মোট ৯ জন চিকিৎসক স্বাস্থ্যসেবা ক্যাম্পে সহস্রাধীক রোগীর চিকিৎসা ও ব্যবস্থা পত্র প্রদান করেন।এ ছাড়াও ডায়াবেটিস ও রক্তের গুপ নির্নয় করা হয়।