শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক :
ঝিনাইদহের সদর উপজেলাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন “গান্না ইউনিয়ন বিচিত্রার” উদ্যোগে “গান্না ইউনিয়ন বিচিত্রা’ স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ইউনিয়নের ২৬ টি গ্রামের ভেতর থেকে অবসরপ্রাপ্ত বেশকিছু শিক্ষককে সম্মাননা প্রদান করে। আজ ৫ ই অক্টোবর, রোজ শনিবার সংগঠনটি সম্পূর্ণ ব্যতিক্রমী ভাবে দিনব্যাপী এ আয়োজনটি সম্পূর্ণ করেন। সকল শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে সম্মাননা প্রদান এবং খোশগল্প করে এসেছেন সংগঠকরা। গল্পের ফাকে ছিলো শিক্ষকতার দীর্ঘপথের নানান স্মৃতি। এসবের অনেকটা আনন্দের, কিছুটা বেদনার।
সংগঠনটির সভাপতি মাসুম বিল্লাহ জানান, শ্রদ্ধা তাদের, যাদের ছায়ায় আজকে আমরা! আন্তর্জাতিক শিক্ষক দিবসে আমাদের জীবনে আমাদের প্রিয় শিক্ষকদের উপস্থিতি ও তাঁদের বলা কথাগুলো উদযাপন করতে আমাদের এই ছোট্ট প্রয়াস। প্রতি বছরই এই দিবসটি পালন করার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়াও তিনি আরো বলেন, পরবর্তীততে কলেজ এবং স্কুলগুলোতে বড় পরিসরে শিক্ষক দিবস পালন করার পরিকল্পনা আছে।