সিরাজগঞ্জে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত
সিরাজগঞ্জ প্রতিনিধি :
‘সংগঠন যার যার জাতীয়করণ সবার’ এই স্লোগাণকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এসএস রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাকশিস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ বদিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল বাহার, অধ্যাপক রহমতুল্লাহ আয়ুব, বাকশিস জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ হায়দার আলী, সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনিরুজ্জামান বাবলু, কামারখন্দ উপজেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন, শাহজাদপুর উপজেলার সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, উল্লাপাড়া উপজেলার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সিরাজগঞ্জ সদর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ছানাউল রহমান, অধ্যাপক রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, কেন্দ্রীয় পরিবেশ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।