সরিষাবাড়ীতে দাবী আদায়ে স্মারক লিপি প্রদান
তৌকির আহামেদ হাসু,সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি :
বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশনের টেকনিক্যাল পদমর্যাদা,বেতন বৈষম্য দূরীকরন করে সমতায় আনার দাবীতে সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবিএম শফিকুর রহমানের মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়েছে।
স্বাস্থ্য পরির্দশক ইনচার্জ শাহাবুদ্দিন,সহকারী স্বাস্থ্য পরির্দশক জাকিউল হক,আরিফুর রহমান,লুৎফর রহমান,নুরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবিএম শফিকুর রহমানের নিকট স্বারক লিপি তুলে দেন।