সিরাজগঞ্জের বাগবাটিতে অভিবাসনে সুশাসন নিশ্চিত করণ ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা
সিরাজগঞ্জে অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে রবিবার সকালে কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউপি সদস্য তাজুল ইসলাম বাদশা। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে বিদেশ গামী নারী ও পুরুষদের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রমের প্রয়োজনীয় প্রশিক্ষণ এ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়নের উপর বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আর এসসি ম্যানেজার মোঃ আব্দুল মাজেদ।
আরও বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম, আল আমিন,সজল, কাদের,মনোয়ারা বেগম,আছিয়া বেগম,সাহানা বেগম, সুশীল সমাজ, বেসরকারী সংস্থার প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা এবং এলাকার গর্ণমান্য ব্যক্তির অনেকেই উপস্থিত ছিলেন ।