সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি সবুজ গ্রেফতারে প্রতিবাদসভা ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত হোসেন সবুজ ঢাকায় নয়াপল্টনে গ্রেফতারের প্রতিবাদে – সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে, সিরাজগঞ্জের শহরের ইবি রোডস্হ জেলা বি. এন পি’র দলীয় কার্যালয় সবুজের গ্রেফতার নিন্দা জানিয়ে মুক্তির দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বি এন পির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম খাঁন যুগ্ন-সম্পাদক- নুর কায়েম সবুজ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট ও মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপি’র উপদেষ্টা শফিউল আলম ডলার দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু,জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক বর্তমান স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, বক্তারা সবুজের অবিলম্বে তার মুক্তি দাবি করেন। এসময় আরো উপস্হিত ছিলেন, জেলা যুবদল ও ছাত্রদলের নেতাবৃন্দরা ।