বেলকুচি’র মেঘুল্লায় যমুনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মেঘুল্লায় সিরাজগঞ্জ জেলা পরিষদের আয়োজনে, যমুনানদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬সেপ্টম্বর) বিকেল ৩টায় বেলকুচি ও এনায়েত পুরের যমুনানদীতে ৩ কিঃ মিঃ জুড়ে প্রায় লাখো মানুষ উচ্ছ্বাস আর আনন্দ নিয়ে উপভোগ করেন নৌকাবাইচ প্রতিযোগিতা । ঢাক -ঢোল বাজিয়ে, কাসার খঞ্জন পিটিয়ে, সূরের মূর্চ্ছনায় গান,গীত গেয়ে মাঝিরা নদীতে ওই নৌকাবাইচ প্রতিযোগিতা করেন।
এতে অংশ নেন বিভিন্ন জেলার প্রায় অর্ধশতাধিক পানসি,কোসা,ছিপ,খেলনা সহ বিভিন্ন নৌকা। তারা কয়েকটি বিভাগে প্রতিযোগিতা করে বিজয়ী হয়ে পুরস্কার গ্রহন করেন। অনুষ্ঠােনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সিরাজগঞ্জ সদর -কামার খন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাতত মুন্না। এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর লতিফ বিশ্বাস।
অনুষ্ঠানের, আয়োজক ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী ইফতেখার শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার এস,এম সাইফুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ অফিসার বেলকুচি সার্কেল,সিরাজগঞ্জের মোহাম্মদ রেজা সরোয়ার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, বেলকুচি পৌরসভা মেয়র আশানুর বিশ্বাস, দৌলতপুর ইউপি চেয়ার আশিকুর রহমান লাজুক বিশ্বাস প্রমুখ।