সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌরসভার মেয়রকে সংবর্ধনা প্রদান ।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য পৌরমেয়র , গনমানুষের নেতা সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী   ১০ দিনের সরকারী সফর ও প্রশিক্ষণে     দক্ষিণ কোরিয়া  ও থাইল্যান্ড গমন শেষে  তার প্রিয় কর্মস্হল  সিরাজগঞ্জ পৌরসভায় আসেন এবং তাকে প্রাণঢালা ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা করেন, সিরাজগঞ্জ  পৌরসভার  পৌর কাউন্সিলরবৃন্দ,  পৌরকর্মকর্তা-কর্মচারি সহ বিভিন্ন সংগঠন   ।  সোমবার (১৬সেপ্টম্বর) সকাল ১০টায়  পৌরসভার হলরুমে ওই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পৌরসভার প্যানেল মেয়র  – (২) গোলাম মোস্তফা ।  

এসময় সংবর্ধনা প্রদান করেন, প্যানেল মেয়র  রুমানা রেশমা, পৌর সচিব লুৎফর রহমান, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালাম, সহকারি প্রকৌশলী নূরনবী সরকার, সমাজ ও বস্তি উন্নযন কর্মকর্তা, এস, এম শাহ আলম,  পৌরকাউন্সিলর- ইয়ার আলী, সিরাজুল ইসলাম বেল্লাল হোসেন, শাহাদৎ হোসেন, আলাউদ্দীন আহমেদ শিশির, মাসুদ আলম খান,  আমিনুল ইসলাম,  আলীম মন্ডল,  শিপু, নাসিমা বেগম, মমতাজ পারভীন, সালমা খাতুন প্রমুখ।    গত ৩১ অক্টোবর-২০১৯ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী  সরকারি সফর   প্রশিক্ষণের জন্য   থাইল্যান্ড ৩দিন ও  দক্ষিন কোরিয়া ৭দিন সফর করেন বলে জানা যায়।