সিরাজগঞ্জের কাজীপুরে নামের অপব্যবহার করে পৌর মেয়রের নামে অভিযোগ-কাউন্সিলরদের প্রতিবাদ
শুভকুমারঘোষ, সিরাজগঞ্জঃ
কে বা কাহারা কাউন্সিলরদের নাম অপব্যাবহার করে সিরাজগঞ্জ জেলার কাজীপুর পৌরসভার মেয়রের নামে লিখিত অভিযোগ করেন বলে অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গা ও দৈনিক পত্রিকায় কাউন্সিলরদের নাম ভাঙ্গিয়ে এই অভিযোগ প্রদান করা হয় বলে জানাগেছে।সেই লিখিত অভিযোগের ভিত্তিতে কাজীপুর পৌরসভায় সরেজমিনে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র খোজ নিয়ে জানা গেল কাউন্সিলরগণ কেও ই এর সঙ্গে জড়িত নন।বরং উল্টো তারাই নাম ও পদবী সম্বলিত সীল ও স্বাক্ষর দিয়ে তাদের নাম ব্যবহর করে সবাই সেই অভিযোগের অস্বীকার এর পাশাপাশি প্রতিবাদ জানিয়েছেন। সিরাজগঞ্জের যমুনা নদী ভাঙ্গন কবলিত কাজিপুর পৌরসভাটি অত্যন্ত ছোট সীমানা নিয়ে অবস্থিত। খোজ খবর নিয়ে মেয়র কতৃক কোনো প্রকল্পের অর্থ আত্মসাৎ করার মতো কোনো তথ্য বা প্রমান পাওয়া যায়নি। টি.আর এর কাজ ও ভিজিএফ-এর চাল বিতরণের ক্ষেত্রেও কোনো রকম অনিয়ম হয়েছে বলেও যানা যায়নি অনুসন্ধানে। সময় মত মাসিক মিটিং সহ পৌরসভার মেয়র হিসাবে সকল দায়-দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করেন বলেই প্রতিবেদককে জানান মেয়র। জলবায়ু প্রকল্পের ব্যাপারে যে অভিযোগ এসেছে সে ব্যাপারে জানতে চাইলে মেয়র জানান, জলবায়ু প্রকল্পের ১ কোটি ২৫ লক্ষ টাকার টেন্ডার করানো হয়েছে। কিন্তু প্রথম কিস্তিতে ২৫ লক্ষ টাকা আসে। আমি ঠিকাদারের মাধ্যমে প্রায় ৩০ লক্ষ টাকার কাজ করিয়েছি। এরপরে প্রায় বছর পেড়িয়ে গেলেও কোনও টাকা আসেনি এবং আসার মতো কোনও অবস্থাও আর বোঝা যাচ্ছে না। পরে মেয়র কাজ করেছেন সেই জাযগাগুলি সরেজমিনে পরিদর্শন করে তার কথার সত্যতা অনুধাবনও করা গেল, পাওয়া গেল প্রমাণও। তিনি আরও জানান, বিগত সময়ের মেয়রের এ ডি পি ফান্ডে রেখে যাওয়া টাকায় টেন্ডার করে উন্নয়ন মূলক কাজ করা হয়েছে। টিআর এর কাজ আমার সময়ে সঠিকভাবে করা হয়েছে এবং সেই কাজগুলি কাউন্সিলরগণ করেছে। ভিজিএফ কার্ড কাউন্সিলরদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। সামান্য কয়েকটি কার্ড মেয়র হিসাবে বিতরণ করেছি। এখানে কোন প্রকার দুর্নীতির আশ্রয় নেওয়া হয়নি। এই বিষয়গুলি উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত আছেন। এই রকম ছোট বড় বিভিন্ন প্রকল্পের কাজ কাউন্সিলরদের নিয়ে করা হয়েছে এবং মাসিক মিটিং গুলিতে এ বিষয়গুলি নিয়ে আলোচনা করে সকলের মতামতের ভিত্তিতে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি মেয়র নিজাম উদ্দিন জোর গলায় বলতে পারি ছোট পৌরসভা হিসাবে রাস্তা-ঘাট মেরামত, পৌরবাসীর সুবিধার জন্য রাস্তায় বাল্ব-ড্রেন সহ সকল প্রকার সুবিধা দিতে সর্বোচ্চ চেষ্টা করি। আমার পৌরসভায় কোন দুর্নীতি নাই। এমনকি আমি কাউন্সিলরদেরও করতে দেই না। প্রতিবন্ধী, বয়স্ক ভাতা এই কার্ড গুলি প্রদান করিতে কোন রকম টাকা নেওয়া বা দুর্নীতি করা হয় নাই। আমি যদি জানতে পারি যে, যে কেউ বা কোনও কাউন্সিলর ও দূর্নীতি করেছেন তখন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করি না। তিনি আরও বলেন, এই বিষয়টি নিয়ে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয় এবং পৌরসভার সমস্ত কাউন্সিলর সেই সংবাদের প্রতিবাদ করে এবং পত্রিকাতেই প্রতিবাদ প্রকাশ হয়। এ ব্যাপারে কয়েকজন কাউন্সিলরের কাছে জানতে চাইলে তারা জানান যে, কে বা কাহারা আমাদের নাম অপ-ব্যবহার করে মিথ্যা অভিযোগ দিয়েছে তা আমাদের জানানেই। তাহার দৃষ্টান্ত মূলক শাস্তি কামনা করি। সেইসাথে এমন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ধরনের কোন দুর্নীতি আমাদের মেয়র সাহেব আশ্রয় প্রশ্রয় দেন না বা নিজেও করেন না বলেও জানান তারা।