সরিষাবাড়ীতে “বহিরাঙ্গন অনুষ্ঠান” অনুষ্ঠিত
তৌকির আহামেদ হাসু ,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
তথ্য মন্ত্রণালয়ের শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় বাংলাদেশ বেতারের প্রচারণামূলক বিশেষ “বহিরাঙ্গন অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার রাত ১০ টায় সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ প্রঙ্গনে বাংলাদেশ বেতারের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্র শীল সভাপতিত্ব করেন।্ধসঢ়;এতে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন-বাংলাদেশ বেতারের অতিরিক্ত সচিব আজহারুল হক,উপ পরিচালক আনা উর আমজাদ,জামালপুর অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব কুমার সরকার,জেলা অতিরিক্ত পুলিশ সুপার শিবলী রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,উপজেলা সহকারী কমিশনার (ভ’মি)কামরুন নাহার,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা,যুগ্ম সম্পাদক এম এ গনি,জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,সরিষাবাড়ী থানার ও’সি মুহাম্মদ মাজেদুর রহমান প্রমুখ।অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন বাংলাদেশ বেতারের শামীম আহমেদ। অনুষ্ঠানে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ বিভিন্ন পেশাজিবীরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্র শীল সহ সনদ্বীপ পাল,বিউটি,অবন্তী,রাজীব ও সুমাইয়া চৌধুরী হাজার হাজার দর্শকদের মনোমুগ্ধকর গান পরিবেশন করেন।