তাড়াশে পুলিশের অভিযানে আটক ৮
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে তাড়াশ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ পৌর শহরের পশ্চিম বাধে অভিযান চালিয়ে জুয়া খেলতে থাকা অবস্থায় ৮ জনকে আটক করে।
আটককৃতরা হলেন, তাড়াশ পৌর সভার নিকারী পাড়া ও বাধ এলাকার সোলেমান হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২৬), বাবুল হোসেনের ছেলে তারিখ রহমান (৩২), নুরুন্নবীর ছেলে শরিফুল ইসলাম (৩১), নাজেম উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৩২), খাইরুল ইসলামের ছেলে নাজমুল হক(৩২), রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (৩২), আনোয়ার হোসেনের ছেলে আলভি (২৬) ও কামারশোন গ্রামের জহুরুল সেখের ছেলে জিয়াউর রহমান (৩০)।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে পৌরসভার পশ্চিম বাধ এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।