উল্লাপাড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া শড়াতলা গ্রামের রিতুমনি(২) ও চকপাড়া এলংজানী গ্রামের শাকিলা খাতুন (৮) নামের ২ শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে ।
মঙ্গলবার সকাল ৯ টায় বাড়ির পার্শ্বে খেলতে গিয়ে বিলসূর্য্য নদীর পানিতে ডুবে রিতুমনির মৃত্যু হয় । সে উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া শড়াতলা গ্রামের রিপনের মেয়ে । অপর দিকে সোমবার বিকেলে বাড়ির পার্শ্বের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শাকিলা খাতুনের মৃত্যু হয় । সে উপজেলার মহোনপুর ইউনিয়নের এলোংজানি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ।
শাকিলার বাবা শফিকুল জানান, ঘটনার সময় তার বাড়িতে শাকিলার ফুফুর বিয়ের অনুষ্ঠান চলছিল। এসময় শাকিলা পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। পরে খবর পেয়ে শাকিলার লাশ উদ্ধার করা হয়। শাকিলার মৃত্যুতে বিয়ে বাড়ির আনন্দ ম্লান হয়ে যায়। পরিবারে নেমে আসে শোকের ছায়া।