সরিষাবাড়ীতে ঢেউটিন ও গৃহ নির্মান অর্থের চেক বিতরন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের বরাদ্ধকৃত বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের জন্য বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মান বাবদ অর্থের চেক বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা দূর্যোগ ব্যাবস্থাপনা কার্যালয়ের বাস্তবায়নে সোমবার দুপুরে উপজেলা পরিষদ থেকে এ সব বিতরন করা হয়।
তথ্য মন্ত্রানালয়ের তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান এর নির্দেশনায় বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মান অর্থের চেক বিতরন করা হয়।এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ ঢেউ টিন ও গৃহ নির্মান বাবদ ৩ হাজার টাকার চেক বিতরন করেন। উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার বন্যায় ক্ষতিগ্রস্থ ৯১ জনকে ১ বান্ডেল করে ঢেউ টিন ও গৃহ নির্মান বাবদ ৩ হাজার করে টাকার চেক বিতরন করা হয়েছে।