সিরাজগঞ্জে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি’র আওতায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও উপপরিচালক জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়, সিরাজগঞ্জ এর আয়োজনে, কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় হেলথ ক্যাম্প-২০১৯ অনুষ্ঠিত হয়েছে । সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের ভিক্টোরিয়া স্কুল রোডে, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে ওই হেলথ ক্যাম্পের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
তিনি বলেন, গর্ভকালীন সময় মায়েরা নিজের স্বাস্হ্য ও খাবারের দিকে যত্ন নিতে হবে। আর কেউ ভূলে ও আঠারোর নিচে তার কন্যাদেরকে বিয়ে দিবেন না, আপনারা বাল্যবিয়ে রোধ করবেন।
এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃমোঃ জাহিদুল ইসলাম, জেলা সমাজ সেবার উপ পরিচালক তৌহিদুল ইসলাম, সিরাজগঞ্জ এস,এস রোড অগ্রণী ব্যাংক ব্র্যঞ্চ ম্যানেজার মোঃ ফরিদুলইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় হাজার মা ও তার শিশুসন্তান নিয়ে এসে চিকিৎসা সেবা নিয়ে যান।