ভুমিহীন রাবিয়ার পাশে মানবতার ফেরিওয়ালা
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক :
যেখানে অসহায় ছিন্নমুল ও বঞ্চিত মানুষের সাহায্যের প্রয়োজন হয় সেখানেই তাদের পাশে দাড়ান মামুন বিশাস। সিরাজগঞ্জের জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতী ঠাঙ্গা গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী রাবিয়া। দুই ছেলে দুই মেয়ে কে নিয়ে সংসার। ১৮ বছর আগে স্বামী মারা যায়। অনেক কষ্টে দুই মেয়েকে বিয়ে দিয়েছে। আর দুই ছেলে বিয়ে করে সংসার করছে মা তাদের সাথেই থাকে সন্তানদের আথিক ও ঘরের অবস্থা খারাপ।
যেখানে তাদের সংসার চালাতেই হিম শিম খেতে হয় সেখানে মায়ের ঘরের ব্যবস্থা কি ভাবে করবে। বয়স্ক ভাতার কাড থেকে কিছু টাকা পায়। যেমন জমি নেই, তাই সরকারী ভাবে ঘর দেওয়ার ব্যবস্থা করে দেওয়াও যাচ্ছে না। রাবিয়া জানান, একা একা এই বসবাস আমার খুব কষ্ট হয়।তিনি আরো জানান যদি কোন বিওবান আমাকে একটি ঘরের ব্যবস্থা করে দেন তাইলে এই কষ্ট থেকে মুক্তি পাবো একটু আরামে ঘুমাতে পারবো। পাশাপাশি একটি ঘরের মধ্য যদি টয়লেট দিয়ে দেন তাইলে আমার খুব উপকার হবে। আমি রাতে বাহিরে যেতে পারি না।
আসুন সবাই মিলে ৪০/৪৫ হাজার টাকার ব্যবস্থা করে অসহায় রাবিয়া খালার একটি ঘর ও ঘরের মধ্য টয়লেট বসানোর ব্যবস্থা করে দেই। প্লিজ সবাই এগিয়ে আসুন সাহায্য হাত বাড়িয়ে দিন। যারা টাকা পাঠাবনে প্লিজ জানাবেন, কারন হিসাব আপডেট দেওয়া হয়।
যোগাযোগ :
সাংবাদিক মামুন বিশ্বাস
01722-378461