চৌহালীতে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা পালিত হয়েছে।
বিশেষ প্রতিনিধি চৌহালীঃ
৮ই সেপ্টেম্বর সকাল ১০ঘটিকায় সিরাজগঞ্জ চৌহালী উপজেলায় হিউম্যানিটেরিয়ান রেসপন্স টু ফুড ত্র্যাফেক্টটেড পিপুল অব চৌহালী উপজেলা প্রকল্পের উদ্যোগে উপজেলা হলরুম কাঠালবাগান অস্থায়ী কার্যালয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ উক্ত কর্মশালায় মূল প্রতিপাদ্য আলোচ্য বিষয় ছিল, এ বছর বন্যায় ক্ষতিগ্রস্ত একহাজার পরিবারের মাঝে উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে স্থল, খাষপুকুরিয়া ও উমারপুরে ইউনিয়নে বন্যা ক্ষতিগ্রস্ত ও হত-দরিদ্রের মাঝে নগদ সাড়ে চার হাজার টাকা অর্থ প্রদান করেছিল মানব মুক্তি সংস্থা।
এই মহান উদ্যোগে মানব মুক্তি সংস্থাকে উপস্থিত সকল অতিথিবৃন্দ ধন্যবাদ জানান। সেই সাথে বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব বক্তব্যে মানব মুক্তি সংস্থাকে ধন্যবাদ জানিয়ে সেই সাথে তিনি আরো বলেন, চৌহালী উপজেলার নদীবেষ্টিত সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত। এবছর বন্যায় প্রায় ৭ টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। মানব মুক্তি সংস্থার উদ্দেশ্যে তিনি বিশেষভাবে অনুরোধ করে বলেন, আগামীতে যেন সাতটি ইউনিয়নে বানভাসি ও হতদরিদ্র পরিবারের মাঝে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এটাই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করে থাকেন। উক্ত অনুষ্ঠানে হিউম্যানিটেরিয়ান রেসপন্স টু ফুড ত্র্যাফেক্টটেড পিপুল অব চৌহালী উপজেলা প্রকল্পের ডাইরেক্টর মানব মুক্তি সংস্থা মোঃ হুমায়ূন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, চৌহালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস। উপজেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি, খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহিদ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুর রহমান প্রমুখ ও সাংবাদিকবৃন্দ। পরিশেষে সভাপতি মহোদয় সমাপনী বক্তব্যের মাঝে আলোচনা অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।