উল্লাপাড়ায় মাদকাসক্ত ৪ আওয়ামীলীগ নেতার কারাদন্ড
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়ায় মাদকাসক্ত ৪ আওয়ামী লীগ নেতাদেরকে কারাদন্ড দিলেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার হাটিকুমরুলে অবস্থিত নর্থভিলা হোটেল এন্ড রেস্টুরেন্টের ৩০৮ নম্বর কক্ষে মাদক সেবন করছিল ওই ৪ আওয়ামিলীগ নেতারা । গোপন সুত্রে খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে র্যাব-১২ এর সদস্যরা সেখানে অভিযান চালায় । এসময় র্যাব সদস্যরা মাদকসহ ৪ আওয়ামী লীগ নেতাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেকে ৬ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয় ।
সাজাপ্রাপ্ত নেতারা হলেন, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম লিখন ও সদস্য রুহুল আমিন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুজ্জামান ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এ রায় প্রদান করেন ।