চৌহালীতে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে চৌহালীতে ২০১৯-২০ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে ৷ সোমবার (২ সেপ্টেম্বর) সকালে কৃষি অধিদপ্তর’র উদ্যোগে চৌহালী উপজেলা কৃষি কর্মকর্তা মো: জেরিন আহম্মদের সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আঃ লীগের সাধারণ সম্পাদক মো: ফারুক সরকার, চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস , উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলী , উপজেলা সমবায় অফিসার মো:লাবলু তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো:শামীম জাহিদ তালুকদার, সাবেক শিক্ষক মো: খোরশেদ আলম মাষ্টার, আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো:আব্দুল আজিজ,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: আরিফ সরকার, ছাত্রলীগের সভাপতি রহিম রেজা, রোকনুজ্জামান ও মো: মাহমুদুল হাসান, সভাপতি চৌহালী উপজেলা প্রেস ক্লাব এবং অন্যান্য কর্মকর্তা- কর্মচারী বৃন্দ উপস্হিত ছিলেন ।
পরে উপস্হিত কৃষকদের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার বলেন বর্তমান সরকার কৃষিখাতে বিপ্লবি পরিবর্তন এনেছে বিগত সময়ের চেয়ে কৃষিতে এখন আধুনিকের ছোয়ালেগেছে ৷তাই এখন কৃষি কাজের উপর নির্ভরশীল হচ্ছে গ্রামের মানুষ ৷