শাহজাদপুরে শিক্ষা উপকরণ বিতরন,বঙ্গবন্ধু কর্নার ও বিশ্বসাহিত্য কেন্দ্রের বই মেলা উদ্বোধন
বাবুল আকতার খান, শাহজাদপুরঃ
শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি মিলনায়তনে রবিবার সকাল ১১.০০টায় ইউনিসেফ এর সহযোগিতায় শাহজাদপুরের বন্যা দূর্গত ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
প্রধান অতিথি মহিলাদের ১৫দিনের এমব্রয়ডারী প্রশিক্ষণ কোর্স, ২২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও উপজেলা শহীদ স্মৃতি মিলনায়তনে ১-৫ সেপ্টেম্বর পর্যন্ত ৫দিন ব্যাপী বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত বই মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।