চৌহালী/এনায়েতপুরসিরাজগঞ্জ

পথ হারাতে বসা মুসা এখন চৌহালীর বিস্ময় বালক:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ভাটি অঞ্চলের অপরিচিত একটি নাম মোঃ মুসা মিয়া । কিন্তু সেই নামটিই আজ ভাটির চরাঞ্চলের মানুষের মুখে মুখে। কারণ সে এবছর এসএসসিতে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। অথচ এক সময় পড়াই ছেড়ে দিয়েছিলো এই ছেলেটি।
বছর সাতেক আগের কথা। মুসা তখন প্রাথমিকের ছাত্র। চরের বালকদলের দুরন্তপনায় মেতেছিলো সে। কিন্তু সঙ্গদোষ তার জীবনকে নিয়ে গিয়েছিলো ভিন্ন এক পথে। পড়াশুনাকে বিদায় জানিয়ে সে পাড়ি জমায় ঢাকায়। যেই বই পড়ায় বিরক্তি ধরেছিলো তার, সেই বই বানানোর কাজেই লেগে যায় সে। ঢাকায় বই বাধাইয়ের কঠিন কাজ শুরু করে সে।
এদিকে বাড়ি থেকে মুসার বাবা-মা, ভাইয়েরা অত্যন্ত বিপাকে আর দুশ্চিন্তায় পড়ে। মুসা যে তাদের অমতে ঢাকায় গেছে। ফোনে চলতে থাকে মুসাকে ফিরিয়ে আনার চেষ্টা।
ওদিক থেকে মুসা আগ্রহ নিয়ে বই বাধাইয়ের কাজ শুরু করলেও কিছুদিনেই কাজের কষ্টে নিজেরই মত বদলাতে থাকে। এর মাঝেই মোঃ মজনু মিয়া (মুসার বড়ভাই) ফোনে ওপাশ থেকে ভেসে আসে মুসার কান্নার আওয়াজ। মতি ফেরে মুসার। ফিরে আসে বাড়িতে।
এরপর আর পিছনে তাকাতে হয় নি তাকে। কারণ সে পাচ্ছিলো বড় ভাই মজনুর মিয়ার দিকনির্দেশনা।
উল্লেখ্য যে, মজনু মিয়া এখন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে এখন সচেতন ছাত্র সমাজ(CSS)-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছে।
জেএসসিতে এ প্লাসের পর এসএসসিতেও গোল্ডেন এ প্লাস পেয়েছে মুসা। গত ২ দিন আগে এস এস সি র ফলাফল প্রকাশের পর মুসার নামটি ছড়িয়ে পড়ে উপজেলার হাটাইল-দত্তকান্দি-হাপানিয়া-পাথরাইল চরএলাকা জুড়ে। কারণ হাটাইল উচ্চ বিদ্যালয়ের একমাত্র জিপিএ ৫ পাওয়া ছাত্র মুসা।
দরিদ্র বাবার মেধাবী ছাত্র মুসাই সেই স্কুলের প্রথম এ প্লাস। তাও আবার গোল্ডেন এ প্লাস।
হাটাইলের এই বিদ্যাপীঠটি নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিকে উন্নীত হয়েছে তিনবছর হলো মাত্র।
দ্বিতীয় ব্যাচেই মুসার এই বাজিমাতে আনন্দের জোয়ার বইছে স্কুলের শিক্ষার্থী-শিক্ষদের মাঝে
। মুসার বড় ভাই মোঃ মজনু মিয়া বলেন আমি এতখুশি হয়েছি যে বলে বুঝাতে পারবো না। মুসার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ব আলী বলেন আমি অনেক খুশি হয়ছি ওর
ভবিষ্যৎ জীবন উজ্জল হোক আমি এই কামনা করি