সিরাজগঞ্জে বাসচাপায় ২ অটোরিকশা আরোহী নিহত
সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলায় বাসচাপায় দুই অটোরিকশা আরোহীর প্রাণ গেছে; আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার রামারচর এলাকার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।
হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।
ওসি আব্দুল কাদের বলেন, অটোরিকশাটি রামারচর থেকে যাত্রী নিয়ে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক পার হচ্ছিল।
“এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের একটি দ্রুতগামী বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।”
পরে থানায় খবর দেওয়া হলে তারা গিয়ে নিহতদের লাশ উদ্ধার ও বাসটি আটক করে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।