সিরাজগঞ্জে আই ই অ্যান্ড প্লানিং এর যাত্রা শুরু
আবির হোসাইন শাহিন :
সিরাজগঞ্জের বসবাসরত ইন্ডাসট্রিয়াল ইঞ্জিনিয়ার (আই ই) দের নিয়ে গড়ে তোলা আই ই এন্ড প্লানিং সিরাজগঞ্জ এর যাত্রা শুরু। গতকাল ১৩ আগস্ট রোজ মঙলবার সিরাজগঞ্জের বেলকুচিতে তাদের পথচলা শুরু হয়।উক্ত মোহরত অনুষ্ঠানে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আই ই তে চাকুরীরত বিভিন্ন কমকতা উপস্থিত ছিলেন। একে অন্যের পরিপুরক,বিপদ আপদ যতই আসুক এই প্রাতিপদিক বিষয়কে ধারন করে সিরাজগঞ্জের আই ই দের যাত্রা শুরু হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিতালী গ্রুপের আই ই ইনচাজ আবুল কালাম আজাদ।
সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন মিতালী গ্রুপের আই ই এক্সিকিউটিভ আবির হোসাইন শাহিন।সাগতিক বক্তব্য পেশ করেন নদান তসিবা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ হাফিজুর রহমান।অনুষ্ঠানে সিরাজগঞ্জের আই ই প্লানিং এর উদ্দেশ্য ও লক্ষ নিধারন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন এনামুল কবির (আই ই প্লানিং ম্যানেজার, ফারিহা নিট), জামিল হোসাইন ( আই ই প্লানিং ম্যানেজার, ক্রসওয়ার লিমিটেড), শামিম রেজা (আই ই এক্সিকিউটিভ, মিতালী গ্রুপ), হযরত আলি ( সহকারী ম্যানেজার, মোহাম্মাদি গ্রুপ), শহিদুল ইসলাম ( আই ই ডেপুটি ম্যানেজার নদান তসিবা গ্রুপ)