সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ৩৯ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় জেলা স্বেচ্ছাসেবক দল শহরের ভাসানী মিলনায়তন অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে। আলোচনার শুরুতেই বেগম খালেদা জিয়ার সুস্থতা ও কারামুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবর রহমান লেবু, জেলা বিএনপির সহ সভাপতি মুক্তিযোদ্ধা গাজি আজিজুর রহমান দুলাল, জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নূর কায়েম সবুজ, মুন্সি জাহিদ আলম, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক আলীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাইনুল হাসান রাষ্ট্র, সম্ভুনাথ দাস, সোহেল মাহমুদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম, ছাত্রদল সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারান সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবকে দলের দপ্তর সম্পাদক নাজমুল হক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ আহমেদ, শহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন সহ আরো অনেকে।