উল্লাপাড়া বাস-লেগুনায় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
মোঃ আব্দুস ছাত্তার ,উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদ পরবর্তী ৮ দিন পার হলেও মহাসড়কে চলাচল কারী যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় বন্ধ হয়নি। হাটিকুমরুল গোলচত্ত্বর থেকে মহাসড়কে বাস, মিনিবাস, সিএনজি ও লেগুনায় চড়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াত কারী যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে ।
ঈদের দু দিন আগ থেকে ঈদ বোনাসের কথা বলে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এসব বাহনের কন্ট্রাক্টরা তা আদায় করছে। হাটিকুমরুল গোলচত্ত্বর থেকে উল্লাপাড়া- শাহজাদপুর চলাচলে সিএনজিতে যাত্রী প্রতি ১০ থেকে ১৫ টাকা ও লেগুনায় ১০ টাকা এবং বাসে ৫ টাকা করে বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে । এ বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের অনেকেরই সাথে সিএনজি ও লেগুনা চালকদের ঝগড়া প্রতিবাদ হচ্ছে বলে জানা যায়। একাধিক লেগুনা চালক জানায়, এইতো ঈদের খুশি শেষ। আর বাড়তি ভাড়া নেওয়া হবে না।