আজগড়া ফ্রেন্ডস প্লাস সোসাইটি ফুটবল কাপ অনুষ্ঠিত হবে ১৩আগস্ট
আবির হোসাইন শাহিন :
আজগড়া মোতালেব হোসেন (অপু)এর প্রতিষ্ঠিত ক্লাব ফ্রেন্ডস প্লাস সোসাইটি কাপ ঈদের ২য় দিন ১৩ আগস্ট রোজ মঙলবার আজগড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩ টার দিকে অনুষ্ঠিত হবে।উক্ত ফুটবল খেলায় লড়বে বিবাহিত বনাম অবিবাহিত একাদশ। উক্ত খেলায় সভাপতি করবেন আজগড়ার কৃতি সন্তান ও ফ্রেন্ডস প্লাস সোসাইটি ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোতালেব হোসেন (অপু)। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ্ব মোঃ লুৎফর রহমান ( বিশিষ্ট শিল্পপতি, আজগড়া) বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন জনাব আলহাজ্ব মোঃ মাসুদ ফকির ( বিশিষ্ট শিল্পপতি) জনাব এমদাদুল হক এমদাদ ( সাধারন সম্পাদক সিরাজগঞ্জ জেলা ক্রিড়া সংস্থা) জনাব মোঃ মিন্টু ফকির( সাধারন সম্পাদক আজগড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি) জনাব মোঃ আনসার উদ্দিন মাস্টার সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবগ উপস্থিত থাকবেন