উল্লাপাড়ায় তিন গ্রামের মানুষ চলনবিলের ভাসমান ঈদগাহে নামাজ আদায় করবেন

মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া প্রতিনিধিঃ

চলনবিলবেষ্টিত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের ৩টি গ্রামের মানুষ এবারের ঈদুল আযহার নামাজ পানির উপরে তৈরি দ্বিতল ঈদগাহ মাঠে আদায় করবেন। ২০১৮ সালে এটি পরিপূর্ণভাবে নির্মিত না হলেও স্থানীয় ৩ গ্রামের মানুষ প্রথমবার ওই দ্বিতল পাকা ঈদগাহ মাঠে নামাজ আদায় করেছেন। এবছর পরিকল্পনা অনুযায়ী পরিপূর্ণভাবে ওই ঈদগাহের কাজ সম্পূর্ণ হয়েছে। ফলে চারদিকে বিস্তৃত পানির উপরে নান্দনিক ওই দ্বিতল ঈদগাহটি এবার এ অঞ্চলের মানুষের কাছে আরো চমক সৃষ্টি করেছে। আগামী ১২ আগষ্ট এখানে নরসিংহপাড়া, শুকলহাট ও শুকলাই গ্রামের প্রায় ৩ হাজার মানুষ ঈদুল আযহার নামাজ আদায় করবেন। নরসিংহপাড়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট লেখক, কলামিষ্ট ও সাংবাদিক মোস্তফা জাহাঙ্গীর ২০১২ সালে চলনবিল বেষ্টিত এই স্থানে দ্বিতল ঈদগাহ মাঠ নির্মাণের পরিকল্পনা করেন। প্রাথমিক ভাবে একটি হিসাব খুলে স্থানীয় লোকজনের সহযোগীতায় এখানে আরসিসি কলামের উপরে ঈদগাহ মাঠ তৈরির বিষয়টি অবহিত করা হয়।

এ উদ্যোগে অনেক সহৃদয়বান ও দানশীল ব্যক্তিরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। বছর দেড়কের মধ্যে প্রায় ২০ লাখ টাকা সংগৃহিত হয় ওই ব্যতিক্রমি ঈদগাহ মাঠ নির্মাণের জন্য। মোস্তফা জাহাঙ্গীর জানান, চলনবিলের এই অংশে প্রতিবছর জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বর্ষার পানিতে তলিয়ে থাকে। এ অবস্থায় বর্ষা মৌসুমে ঈদের নামাজ পড়া নিয়ে সমশ্যায় পরতে হয় । এ সমশ্যা থেকে উত্তরণের জন্য ওই দ্বিতল ঈদগাহ মাঠ নির্মান করা হয় । ইতোপূর্বে মাত্র ১৩ শতক জায়গার উপর প্রতিষ্ঠিত ঈদগাহ মাঠে উল্লিখিত ৩টি গ্রামের মানুষ ঈদের বর্ষা মৌসুমে ঈদগাহ মাঠের পানির উপর সাড়ি সাড়ি নৌকা বেঁধে তৈরি করা নৌকার ঈদগাহ মাঠে নামাজ পড়তেন । এ দৃশ্য তখন স্থানীয় বহু লোকজন নৌকা নিয়ে এসে উপভোগ করতেন। পরে গ্রামের লোকজনের সুবিধার্থে এখানে দ্বিতল ঈদগাহ মাঠ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৫ সালে ঈদগাহ মাঠের সাথে আরো ৯শতক জায়গা ক্রয় করা হয়। এরপর ১০০ বর্গফুট আয়তনের এই নয়া দ্বিতল ইদগাহ মাঠ নির্মাণ কাজ শুরু হয়। মূল গেট সহ ১০ ফুট উচ্চতার মোট ৪৪টি আরসিসি কলামে উপর ছাদ ঢালাই দিয়ে ঈদগাহ মাঠ তৈরি করা হয় ।

এ কাজে দেশ ও দেশের বাইরের হৃদয়বান ব্যক্তিদের সাহায্য সহযোগিতায় চলতি বছরের জুন মাসে প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে এই দ্বিতল ব্যতিক্রমি ঈদগাহ মাঠ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। মোস্তফা জাহাঙ্গীর আরো জানান, তার এই মহত উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছেন এলাকার বাসিন্দা ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মোঃ আফজাল হোসেন, সম্পাদক আজিজুল হক, সদস্য আব্দুর রশিদ সহ তিন গ্রামের লোকজন। ১০ আগষ্ট বড় পাঙ্গাসী ইউনিয়নের নবনির্মিত এই নান্দনিক দ্বিতল ঈদগাহ মাঠের ছবি তুলতে গেলে কথা হয় আফজাল হোসেন, আজিজুল হক, আব্দুর রশিদ ও বকুল হোসেনের সঙ্গে। তারা জানান, উল্লিখিত ৩টি গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করতে এখানে অনেক কষ্ট করতেন।

মোস্তফা জাহাঙ্গীরের মহতি উদ্যোগে এ এলাকার মানুষ এখন বর্ষার দিনেও নৌকা নিয়ে এসে নির্বিঘ্নে এই পাকা ঈদগাহ মাঠে নামাজ আদায় করে থাকেন। ৩টি গ্রামের লোকজন ছাড়াও পার্শ্ববর্তী গ্রামের লোকেরাও এখানে উৎসাহি হয়ে নামাজ পড়তে আসেন। এই দ্বিতল ঈদগাহে মৃত ব্যক্তির জানাজা ও ইসলামী জালছারও আয়োজন করা হয়ে থাকে। চলনবিলের বুকে নির্মিত এই ব্যতিক্রমী দ্বিতল ঈদগাহ মাঠটিকে দেখতে বর্ষা মৌসুমে এখন অনেক দর্শনার্থী প্রতিদিন ভিড় জমায় ।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.