উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি চৌহালী বাসিকে ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
চৌহালী প্রতিনিধিঃ
চৌহালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব চৌহালীর সকল শ্রেণীর জনসাধারণকে ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষে, সাবেক সভাপতি ছাত্রলীগ এম এ করিম উচ্চ বিদ্যালয়, সাবেক সভাপতি কলেজ ছাত্রলীগ সরকারি এম এম আলী কলেজ কাগমারি টাঙ্গাইল, সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রলীগ টাঙ্গাইল, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা আ’লীগ চৌহালী ও সিনিয়র সহ-সভাপতি উপজেলা আ’লীগ চৌহালী মোঃ হাবিবুর রহমান হাবিব চৌহালী উপজেলা সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় সিরাজগঞ্জ নিউজ২৪.ডটকম নিউজকে তিনি বলেন, ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ঈদুল আযহা যা বিশ্বে কুরবানি ঈদ নামে পরিচিত এর অর্থ হল ত্যাগের উৎসব যা ত্যাগ করা। শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন ঈদ সারা বিশ্বের মুসলমানদের জন্য নিয়ে আসুক আনন্দের বার্তা সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণী-পেশার মানুষকে এক সারিতে দাঁড় করায় ঈদ। বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন অর্থনৈতিক বৈষম্য দূর করে মানুষের আর্থ সামাজিক ধর্মীয় অবস্থান ব্যাপক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছেন। তাই ঈদ খুশিতে আনন্দের শান্তি সম্প্রীতি উৎসব তিনি আগামী দিনে চৌহালী বাসীকে সকল প্রকার হিংসা বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে জননেত্রী শেখ হাসিনার ভিশন ও মিশনকে বাস্তবায়নের নিমিত্তে মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের হাতকে শক্তিশালী করে সংগঠনকে সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার মধ্য দিয়ে এলাকার উন্নয়ন ও সকল শ্রেণী-পেশার মানুষের শান্তি কামনা করেন। সেইসাথে চৌহালীর সকল জনসাধারণকে দল মত নির্বিশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।