তাড়াশে ডেঙ্গু রোগী শনাক্ত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সুমন হোসেন (২২) নামের একজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। সে উপজেলার সগুনা ইউনিয়নের মাকশোন গ্রামের আমজাত হোসেন ছেলে। আমজাদ হোসেন জানান, তার ছেলে ঢাকায় পড়াশোনা করেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসার পর প্রচ- জ্বর আসে। জ্বরের পরিমাণ বেশি হলে শুক্রবার (৯ আগস্ট) বিকালে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার ডেঙ্গু রোগ শনাক্ত হয়। পরে চিকিৎসকের পরামর্শ পর তাকে জরুরী ভিত্তিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তির জন্য রেফার্ট করা হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা
ইয়াছমিন জানান, হাসপাতালে ডেঙ্গু রোগ পরীক্ষা করার পর প্লাটিলেট কম
থাকায় রোগীকে রেফার্ট করা হয়েছে।