“ঘরে ঘরে খাবার, মুসাফিররা তুলে দিবে এবার” ঈদ সামগ্রী বিতরন মুসাফির ইশকুলের
আবির হোসাইন শাহিন :
অসহায়, বঞ্চিত ও ছিন্নমূল শিশুদের প্রাথমিক পাঠশালা মুসাফির ইশকুলের ৬ম ইদ আয়জন খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। মুসাফির ইশকুলের এবারের মুল প্রাতিপাদ্য বিষয় ছিল “ ঘরে ঘরে খাবার, মুসাফিররা তুলে দিবে এবার”।অনুষ্ঠানে আজ ১০ জন শিশুর দায়িত্ব (খাদ্য ও শিক্ষা নিশ্চিতকরণ) নেওয়া হয়েছে। যেসকল বাচ্চারা মুসাফির ইশকুলের নিবন্ধীত ও নিয়মিত স্কুলে যাবে মুলত তাদের জন্যই এই আয়োজন।
বাচ্চাদের যা দেওয়া হয়েছে ১। ১০ কেজি চাল ২। ৩ কেজি আলু ৩। ১ কেজি তেল ৪। ১ কেজি ডাল ৫। ১ কেজি পোলার চাল ৬। দুধ ৭। চিনি ৮। সেমাই ৯। সাবান ( কাপড় ধোয়ার) ১০। সাবান (গোসলের জন্য) এছাড়া ঈদের পর তাদের টুথপেস্ট ও ব্রাশ দেওয়া হবে। এরকম ব্যতিক্রমী আয়জনের ব্যাপারে জানতে চাইলে মুসাফির ইশকুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুসাফির ইমরান বলেন আমরা শুরু করেছি বাচ্চাদের খাদ্য ও শিক্ষা নিশ্চিতকরণ প্রকল্প এখন আপনারা সহযোগিতা করলেই আমরা চালিয়ে যেতে পারবো।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অসীম বিভাকর, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম শহিদ, কালের কন্ঠ গাজীপুরের জেলার স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম ও শহীদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম শহীদ স্যার। শহীদ স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে সুন্দর ভাবে সহযোগিতার করার জন্য। মুসাফির ইশকুলের প্রতিষ্ঠাতা সমাপনি বক্তব্যের মাধ্যমের অনুষ্ঠান শেষ করেন