সিরাজগঞ্জ জেলা শিশু একাডেমী’র উদ্যোগে ৬০ জন দুঃস্হ শিশুদের পোষাক বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, ৬০ জন দরিদ্র শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে ওই সব নতুন পোষাকগুলো দুঃস্হ শিশুদের হাতে তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডক্টর ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, শিশু সংগঠক গাজী জহুরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি হেলাল আহমেদ। সভাপতিত্ব করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ। দরিদ্র শিশুরা নতুন পোশাক পেয়ে খুশিমনে বাড়ী ফিরেছেন।