সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিঃ এর কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত তহবিল হতে ত্রাণ বিতরন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিঃ এর কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ২আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুুর ইউনিয়নের যমুনাতীর ৪ নং ক্রসবারের মাথায় আশ্রিত বানভাসি শতাধিক গরীব,অসহায়, দুস্হ্য পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি মসূরের ডাউল, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি লবণ দেওয়া হয়েছে। এ ত্রাণ বিতরণের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ চেম্বারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আলহাজ্জ্ব মোঃ ইসহাক আলী, পরিচালক ও সাবেক ভাইস প্রেসিডেন্ট শফিক মোহাম্মদ রুমন, পরিচালক গোলাম মোস্তফা তালুকদার, আব্দুল মালেক মন্টু, গাজী আব্দুল হামিদ ও মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ ।