কামারখন্দে কলেজের ছাত্রলীগের সভাপতি এনামুল সহ ১১জনের নামে মামলা।
খাইরুল ইসলাম, (কামারখন্দ প্রতিনিধি):
সিরাজগঞ্জের কামারখন্দে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার ধোপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার জামতৈল গ্রামের মোতালেব হোসেন, আব্দুল হামিদ, আব্দুল হালিম ও কামারখন্দ গ্রামের মামুন। এ ঘটনায় মোতালেব বাদী হয়ে সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এনামুল সহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা ১০/১২ জনকে আসামী করে বুধবার রাতে কামারখন্দ থানায় মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামীরা হলো, উপজেলার চালা গ্রামের এনামুল, রাজু, বাবু, হামিদুল, জিলানি, আশরাফুল ইসলাম, রুবেল, রাকিব, মনির হোসেন, সোহান, চরটেংরাইল গ্রামের ইমরান ও হালুয়াকান্দি গ্রামের রায়হান। এদের মধ্যে হামিদুলকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। মামলার এজাহার সুত্রে জানা যায়, বুধবার বিকেলে মোটরসাইকেল যোগে মামলার বাদী মোতালেব হোসেন বেলকুচির তামাই যাওয়ার পথে কামারখন্দ উপজেলার ধোপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে রাজু,এনামুল সহ অন্য আসামীরা মোতালেবের পথরোধ করে মোটরসাইকেল ভেঙে ফেলে এবং লোহার রড, লোহার হাতুরী সহ দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করলে তার চিৎকারে হামিদ, হালিম ও মামুন এগিয়ে আসলে তাদেরও আঘাত করতে থাকে হামলাকারীরা। এমতাবস্থায় লোকসমাগম বেড়ে গেলে হামলাকারীরা চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এদের মধ্যে একজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে রেফার্ড করা হয়।এছাড়া কলেজ সভাপতি এনামুলের নামে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ করেছে নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, মারামারির ঘটনায় মোতালেব নামে একজন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত হামিদুলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।