আব্দু্ল্লাহ আল মাহমুদের মানবিক দৃষ্টান্ত স্থাপন
আবির হোসাইন শাহিন :
সমাজ সেবামুলক কাজ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে শাহজাদপুর উপজেলার কাদাই গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাহমুদ।শাহজাদপুর এনায়েতপুর সড়কের চরনারুয়ার ভাঙ্গা রাস্তা নিজ খরচে মেরামত করার পর এবার শাহজাদপুরের নগরডালা থেকে জামিরতা সড়কের প্রায় ২০ থেকে ২৫ টি স্থানে বিপজ্জনক ভাঙন স্থানে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মাহমুদ নিজ খরচে এবং নিজে দারিয়ে থেকে বিপজ্জনক অংশগুলোতে লাল কাপড়ের কংকে চিন্হ লাগিয়ে দেয়। আব্দুল্লাহ আল মাহমুদ এর এই মানবিক সহযোগিতার ফলে অনেক যানবাহন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে।