শাহজাদপুর

শাহজাদপুরে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

বাবুল আকতার খান, শাহজাদপুরঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা তীরবর্তি
জালালপুর ও যমুনার চরাঞ্চল সোনাতনী ইউনিয়নের ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত ৮‘শ’ পরিবারের মাঝে ত্রাণের চাউল বিতরণ করা হয়েছে । গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত অসহায় দুঃস্থ ৩শ’ পরিবারের মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয় ।
এদিকে শুক্রবার সকালে যমুনার চরাঞ্চল উপজেলার সোনাতনী ইউনিয়নের বন্যাদূর্গত অসহায় দুঃস্থ ৫শ’ পরিবারের মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, ইউনিসেফ উপজেলা প্রতিনিধি আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ,লুৎফর রহমান ও ইউপি সদস্যবৃন্দ।