তাড়াশে ১৩ দিনেও খোঁজ মেলেনি নাবিলের
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে নাবিল বিশ্বাস নামে ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্র ১৩ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজার পরও ওই ছাত্রের সন্ধান না পেয়ে অবশেষে মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করেছেন তার মা।
সে উপজেলা সদরের তাড়াশ দক্ষিণ পাড়ার ছগির মিঞার ছেলে ও তাড়াশ দাখিল মাদ্রাসার ছাত্র।
নাবিল বিশ্বাসের মা মাফিয়া খাতুন জানান, তাড়াশ দাখিল মাদ্রাসার আবাসিক হলে থেকে নাবিল পড়ালেখা করছে। বর্তমানে সে সাত পাড়া কোরানের হাফেজ। গত ১১ তারিখ (রবিবার) মাদ্রাসার হেফজো খানার শিক্ষক হাফেজ মো. আমিরুল ইসলাম তাকে (নাবিলের মাকে) মুঠোফোনে জানায়, নাবিল মাদ্রাসাতে নেই। সেই থেকে সম্ভাব্য সবখানে খোঁজা খুজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
এদিকে তাড়াশ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আনিছুর রহমান জানিয়েছেন, মাদ্রাসা কর্তৃপক্ষও বিষয়টি অতি গুরুত্বসহকারে দেখছেন। তারা নিজেরাও ওই ছাত্রের সন্ধানের জন্য যোগাযোগ অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধানে ইতোমধ্যেই আইনানুযায়ী সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।