তাড়াশে যৌন নির্যাতনের স্বীকার স্কুলছাত্রীর মামলা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে এক স্কুলছাত্রী কে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন করে তা মোবাইল ফোনে ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে এক প্রভাবশালীর ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে ওই ছাত্রী নিজেই বাদী হয়ে তাড়াশ থানায় মামলাটি দায়ের করে। মামলা সূত্রে জানা গেছে , তাড়াশ পৌর এলাকার কাউরাইল ইসহাক তফের আলী কারিগরি কলেজের ভোকেশনাল শাখার নবম শ্রেণির এক ছাত্রীর সাথে পৌর এলাকার কাউরাইল গ্রামের প্রভাবশালী মজিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (১৯) প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে প্রেমিক মিজানুর রহমান বিয়ের প্রলোভনে ওই স্কুলছাত্রীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে এবং তা মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে মিজানুর রহমান ওই স্কুলছাত্রীকে তার মোবাইলে ধারণ করা ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া এবং আবারও দৈহিক সম্পর্ক
স্থাপনের জন্য বার বার হুমকি দিতে থাকে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এতে নিরুপায় হয়ে ওই স্কুলছাত্রী বিষয়টি তার অভিভাবকদের জানায়। পরে সোমবার রাতে স্কুল ছাত্রী নিজেই বাদী হয়ে মিজানুর রহমানকে আসামী করে তাড়াশ থানায় মামলা দায়ের করে। মামলা নং- ১১। মামলার বিষয়টি তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান নিশ্চিত করে বলেন অভিযুক্ত আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।