উল্লাপাড়ায় ট্রেন থেকে পরে নিখোঁজ হওয়া ব্যক্তির লাঁশ উদ্ধার
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘাটিনা ব্রীজের রেলিং এর সাথে বাড়ি খেয়ে ট্রেন থেকে করতোয়া নদীর পানিতে পরে নিখোঁজ হওয়ার ৩ দিন পর অজ্ঞাত যুবক (২৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে ঘাটিনা ব্রীজ থেকে ৪ কিলোমিটার দক্ষিণে সোনতলা সেতুর পার্শে করতোয়া নদীর দক্ষিণ পাড়ে যুবকটির লাশ ভেসে ওঠে। এসময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। দুর্গানগর ইউপি সদস্য এরশাদ হোসেন জানান শুক্রবার সকালে লাশটি করতোয়া নদীর মাঝখানে ভেসে উঠে নদীর দক্ষিণপাড়ে যায়। লাশের পরনে কালো রঙের টিশার্ট ও জিন্স প্যান্ট পড়া ছিল। উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে । ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। গত ১৭ জুলাই সকাল পৌনে ৮ টার সময় ঈশ্বরদী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ছাদে থাকা ব্যাক্তিটি ঘাটিনা রেলসেতুর রেলিংয়ের সাথে বাড়ি লেগে করতোয়া নদীর পানিতে পরে যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করেও খুঁজে পায়নি।