এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে বাল্যবিয়ে,ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কর্মশলা অনুষ্ঠিত
আবির হোসাইন শাহিন :
গাইবান্ধার পলাশবাড়ীতে এসকেএস ফাউন্ডেশনের আরএইচটিপি’র আয়োজনে ও ভিএসও’র সহযোগিতায় বাল্যবিয়ে,যৌতুক প্রথা ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক কর্মশলা বৃহস্পতিবার সকালে উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কর্মশলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র ইউনিয়নের কাজি, ঈমাম,মহদীপুর স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন চৌধুরী, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারন সম্পাদক মাসুদার রহমান মাসুদ ছাড়াও ইউপি সদস্য সদস্যা প্রমুখ। এর আগে বাল্য বিয়ে, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে বিশদ আলোচনা করেনভিএস ও প্রজেক্ট অফিসার হারুন অর রশিদ। এসময় ভিএসও ভলেনটিয়ার তোফাজ্জল হোসেন,জাহিদ কবির,নাসিমা আকতার,শিরিন আকতার,তানভীর আহম্মেদ ও বাবু মগসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা কমিটি গঠন করা হয়।