উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় বরযাত্রীর মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় বর ও কনে সহ মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৭জন। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।
তবে কালিয়া হরিপুর ইউপি সদস্য আবুল হোসেন এর ছেলে ওয়াসিম হোসাইন জানান, তারা সবাই কান্দাপাড়ার বাসিন্দা। বিয়ে সম্পন্ন করে ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে। সেখানে বর, নতুন বউ, বউয়ের দাদি, কোলদারা সহ সর্বমোট ১৭ জন ছিলেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও এই প্রতিনিধি কে জানান তিনি, এ দুর্ঘটনায় রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ আছে বলেও জানা যায়